শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | BIHAR: বিহারে ইন্ডিয়া জোটের আসনরফা, আরজেডি ২৬, কংগ্রেস ৯, বাম ৫

Sumit | ২৯ মার্চ ২০২৪ ১৩ : ৫৭Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: বিহারে মহাগঠবন্ধন সম্পূর্ণ হল। ৪০ টি আসনে আসন রফা হল। আরজেডি ২৬ টি আসনে লড়বে। কংগ্রেস লড়বে ৯ টি আসনে। অন্যদিকে বামেদের জন্য বরাদ্দ হয়েছে ৫ টি আসন। বিহারে ৪০ টি আসনের ভোটগ্রহণ হবে সাতটি দফাতেই। বিহারে তেজস্বীর দলের সঙ্গে প্রথম থেকেই আসনরফা নিয়ে মরিয়া ছিল কংগ্রেস শিবির। ২০১৯ সালের লোকসভা ভোটে কংগ্রেসের হাতে এসেছিল একটিমাত্র আসন। অন্যদিকে আরজেডি এবং বামেদের হাত ছিল ফাঁকা। এনডিএ জোটের কাছে বড় ধাক্কা খেয়েছিল কংগ্রেস-আরজেডি। বিজেপি সেবারে ১৭ টি আসন এবং জেডিইউ ১৬ টি আসনে জিতেছিল। বিজেপি সেবারে ২৪ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছিল। জেডিইউ পেয়েছিল ২২ দশমিক ৩ শতাংশ। এলজেপি ৬ টি আসনে জিতে পেয়েছিল ৮ শতাংশ ভোট। অন্যদিকে কংগ্রেস পেয়েছিল ৭ দশমিক ৯ শতাংশ ভোট। অন্যদিকে এনডি জানিয়ে দিয়েছে বিজেপি এবারে ১৭ টি আসনে লড়বে। জেডিইউ লড়বে ১৬ টি আসনে। জীতেন রাম মাঝির হিন্দুস্থান আওয়াম মোর্চা লড়বে ১ টি আসনে। চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি লড়বে ৫ টি আসনে। 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



03 24